ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় আ.লীগ প্রার্থীর ছোট ভাই নিহত

প্রকাশিত: ০৩:০২ পিএম, ২২ মার্চ ২০১৬

নির্বাচনী সংহিসতায় নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ৩নং খালিয়াজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর ছোট ভাই গোলাম কাওসার (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খালিয়াজুরি ইউনিয়নের আধাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় বি-শৃঙ্খলায় শুরু হলে অতর্কিত গুলিতে কাউসার গুরুতর আহত হন। পরে তাকে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কে গুলি ছুঁড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী জানান, বিষয়টি তিনি শুনেছেন।

এদিকে, খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

কামাল হোসাইন/এআরএ/আরআইপি