আর্থিং সংযোগে ত্রুটি, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কিশোরের
ফাইল ছবি
ভোলায় আর্থিং সংযোগে ত্রুটির কারণে বিদ্যুৎস্পৃষ্টে সাখাওয়াত হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের হাফিজ উদ্দিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত ওই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সংযোগ ক্রুটির কারণে সাখাওয়াতদের বাসভবনে আর্থিংয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। বিষয়টি জানতেন না সাখাওয়াত ও তার পরিবারের সদস্যরা। সন্ধ্যার দিকে বসতঘরের সামনে বসে বাবা-মার সঙ্গে কথা বলছিল সাখাওয়াত। এসময় আর্থিং সংযোগে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ২ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু
- ৩ খালেদা জিয়া আপস করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন: খোকন
- ৪ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি
- ৫ মমেক হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে চিকিৎসকের তর্ক