ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সীতাকুণ্ডে অভ্যন্তরীণ কোন্দলে যুবলীগ কর্মী খুন

প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২২ মার্চ ২০১৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভন্তরীণ বিরোধের জেরে রিয়াজ উদ্দিন নয়ন (৩২) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ গ্রুপ। সোমবার রাত  পৌনে ১০টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। নিহত রিয়াজ উদ্দিন নয়ন আওয়ামী লীগের ইসলাম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান, প্রতিপক্ষের হামলায় নয়ন নামে এক সন্ত্রাসী গুরুতর আহত হয়েছে শুনেছি। মারা গেছে কি না জানি না। রিয়াজের নামে থানায় অনেক মামলা রয়েছে। রিয়াজ সীতাকুণ্ডের একজন তালিকাভুক্ত সন্ত্রাসী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই পঙ্কজ বডুয়া জানান সীতাকুণ্ডের বড় দারোগা হাট এলাকায় সন্ত্রাসী হামলায় আহত নয়ন নামে একজনকে হাসপাতালে আনার পর রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে জানাগেছে, বারৈয়ার ঢালা ইউনিয়নে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ চলেছিল। ইসলাম গ্রুপ এবং হারুণ গ্রুপের দ্বন্দ্বে ইতোমধ্যে অসংখ্যবার সংর্ঘষ হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা রায়হান সমর্থিত হারুণ গ্রুপের লোকজন দা-কিরিচ, লাঠি সোটা নিয়ে ইসলাম গ্রুপের উপর হামলা চালিয়ে রিয়াজ উদ্দিন নয়নকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গেছে বলে প্রতক্ষ্যদশীরা জানায়।

জীবন মুছা/এসকেডি/এবিএস