ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাটিরাঙায় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৮:১০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে মো. আরিফ হোসেন (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে পৌরসভার মুসলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মো. আরিফ হোসেন মাটিরাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুসলিমপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। তিনি মাটিরাঙ্গা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশের এক আত্মীয়ের বাড়িতে যাবার পথে হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, বিষয়টি জেনেছি। মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

মুজিবুর রহমান ভূঁইয়া/আরএইচ/জিকেএস