ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশাল সদরের ৮টিতে বিজয়ী আ.লীগ

প্রকাশিত: ১০:৫৬ পিএম, ২২ মার্চ ২০১৬

বরিশালের সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ৮টিতে বিজয়ী হয়েছেন। একটিতে জামাতের রাজনীতির সঙ্গে জড়িত প্রার্থী ও বাকিটিতে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার রাতে ইউনিয়নগুলোর দায়িত্বে থাকা স্ব স্ব রিটার্নিং অফিসার বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।

বরিশালের সদর উপজেলার নির্বাচন অফিসার মো. আব্দুল মন্নান রিটার্নিং অফিসারদের বরাত দিয়ে জানান, রায়পাশা-কড়াপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান খোকন ৫ হাজার ৬৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৬ ভোট।

চরকাউয়া ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম ছবি ৭ হাজার ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই ইউনিয়নে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আহম্মেদ আলী তালুকদার হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৭৩ ভোট।

জাগুয়া ইউনিয়নে ১ হাজার ৭০৯ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মেনোনীত প্রার্থী মোস্তাক আলম চৌধুরী বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাতপাখা নিয়ে নুরুজ্জামান বাচ্চু পেয়েছেন ১ হাজার ৩৩৭ ভোট।

টুংগিবাড়িয়া ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাহাউদ্দিন আহম্মেদ ২ হাজার ৮৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মাশরুর আলম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮১৮  ভোট।

শায়েস্তাবাদ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরিফুজ্জামান মুন্না ৭ হাজার ৮৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আনিসুর রহমান হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩৪৮ ভোট।

চরবাড়িয়া ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাতাব হোসেন ৭ হাজার ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই ইউনিয়নে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জিয়উল ইসলাম সাবু পেয়েছেন ৩ হাজার ২৯ ভোট।

কাশিপুর ইউনিয়নে ৭ হাজার ৬৫ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম লিটন মোল্লা বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. হোসেন শিকদার পেয়েছেন ৮৩২ ভোট।

চন্দ্রমোহন ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিজ হাওলাদার ৪ হাজার ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সিরাজুল হক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮৩৯ ভোট।

এদিকে, চাঁদপুরা ইউনিয়ন থেকে জামায়াতের রাজনীতি সঙ্গে জড়িত প্রার্থী আমানুল্লাহ আমান ৩ হাজার ২৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই ইউনিয়নে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হেলাল উদ্দিন খান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯৮৭ ভোট।

এছাড়া চরমোনাই ইউনিয়নে ৮ হাজার ৫৭৩ ভোট পেয়ে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সৈয়দ আবুল খায়ের হাতপাখা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ছালাম রাঢ়ী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮১৪ ভোট।

সাইফ আমীন/বিএ