ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খালে পড়ে ছিল রিকশাচালকের রক্তাক্ত মরদেহ

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০১:২১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

চাঁদপুর সদর উপজেলার একটি খাল থেকে দুলাল হাওলাদার (৬৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড রঘুনাথপুরে ইয়াকুব বেপারী বাড়ির সামনের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ভোলায় জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে জেলে নিহত

দুলাল হাওলাদার ভোলার চরফ্যাশন উপজেলার মৃত আবদুর রশিদ হাওলাদারের ছেলে। স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেকে নিয়ে চাঁদপুর শহরের ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত বলেন, ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা দুলালকে মেরে মরদেহ খালে ফেলে রিকশা নিয়ে পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জেএস/এএসএম