ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় প্রশিকার ব্যবস্থাপকসহ নিহত ২

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপকসহ দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার দরিরামপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার ময়দান দীঘি গ্রামের মো. নেক্কর আলীর ছেলে ও প্রশিকা ধনবাড়ী উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক মো. মোতালেব হোসেন (৪০) ও টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কেন্দুয়া হাতিবান্ধা গ্রামের আলতাফ হোসেনের ছেলে জাহিদ হাসান (২৭)।

জানা যায়, ঢাকা থেকে জামালপুরগামী একটি কাভার্ডভ্যান ঘটনাস্থলে এলে সামনের চাকা ফেটে গিয়ে রাস্তার ওপরই উল্টে যায়। এ সময় ধনবাড়ী থেকে মধুপুরগামী একটি মোটরসাইকেল কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন প্রশিকার ব্যবস্থাপক মো. মোতালেব হোসেন। মধুপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাহিদ হাসান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা মোতালেব হোসেনকে উদ্ধার করেন।

এ বিষয়ে মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস হোসাইন জানান, কাভার্ডভ্যানের চাপায় নিহত মোতালেব ধনবাড়ী ও জাহিদের মরদেহ মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম