জেলের জালে উঠে এলো মানব ভ্রূণ
গাইবান্ধার সাদুল্লাপুরে নদী থেকে পলিথিনের ভেতর লাল ব্যাগে মোড়ানো একটি মানব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের চকশুকুরগাড়ী এলাকার নলেয়া নদী থেকে ভ্রূণটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিকেলের দিকে এক ব্যক্তি জাল নিয়ে নলেয়া নদীতে মাছ ধরতে যায়। এসময় তার জালে পলিথিনের মধ্যে লাল কাপড়ের একটি ব্যাগ উঠে আসে। তিনি ব্যাগটি খুলে ভেতরে অর্ধগলিত একটি ভ্রূণ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ভ্রূণটি উদ্ধার করেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, ভ্রূণটির বয়স আনুমানিক ৪-৫ মাস। এর হাত-পা হলেও মাথা ঠিকভাবে হয়নি।
সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, কেউ গর্ভপাত করে ভ্রূণটি নদীতে ফেলে গেছেন
শামীম সরকার শাহীন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান