আলুতে ৬ টাকা বেশি নিয়ে জরিমানা গুনলেন ৫ হাজার
সিরাজগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কেজিপ্রতি ৬ টাকা বেশিতে আলু বিক্রি করায় বকুল খন্দকার নামের এক আলু ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ শহরের ফজলুল হক সড়কের পাইকারি কাঁচাবাজার ও বড় বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল-মারুফ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরকার নির্ধারিত প্রতিকেজি আলুর দাম ৩৬ টাকা। অথচ বকুল খন্দকার ৪২ টাকা কেজি বিক্রি করছিলেন। এজন্য তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান চলবে।
এম এ মালেক/এসআর/এএসএম