ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুর-দিনাজপুর তারুণ্যের রোডমার্চ, মঞ্চে চলছে গান

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ১০:৩০ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩

ভোটাধিকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে রংপুর-দিনাজপুর তারুণ্যের রোডমার্চ কর্মসূচিতে চলছে গানের আসর। রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে সড়কে তৈরি করা হয়েছে মঞ্চ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীদের পরিবেশনায় দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে কর্মসূচির প্রথম পর্ব শুরু হয়।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের রোডমার্চ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রংপুর থেকে রোডমার্চ শুরু হয়ে দিনাজপুর পৌঁছাবে। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হচ্ছেন।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অতিথি থাকবেন সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য দেবেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান।

জিতু কবীর/এসজে/এএসএম