ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে মঞ্চায়িত হলো ‘ক্ষেতমজুর খইমুদ্দিন’

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ১১:৫৩ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩

কুড়িগ্রামে মঞ্চস্থ হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ক্ষেতমজুর খইমুদ্দিন’। লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় গোলাম সারোয়ারের রচনা ও নির্দেশনায় নাটকটি মঞ্চায়িত করেছে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে শেখ রাসেল পৌর অডিটরিয়ামে ক্ষেতমজুর খইমুদ্দিন নাটকটি মঞ্চায়িত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, পিপি এসএম আব্রাহাম লিংকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল হাসান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

আরও পড়ুন: নোবিপ্রবিতে মঞ্চস্থ হলো ‘পথরেখায় বঙ্গবন্ধু’

নাটক দেখতে আসা মো. সাজু মিয়া বলেন, বহুদিন পরে বড় ভাইয়ের সঙ্গে মঞ্চ নাটক দেখলাম। ক্ষেতমজুর খইমুদ্দিন নাটক দেখে ভালো লেগেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে নতুন প্রজন্মের কাছে এ নাটকটি বোধের পরিধিকে আরও দৃঢ় করে তুলবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ বলেন, কুড়িগ্রামের শিল্পীদের অসাধারণ পরিবেশনা দর্শকদের মন ছুঁয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর ইতিবাচক ও উন্নয়নমুখী জীবনের জয়যাত্রাকে আরও বিকশিত করতে এমন খইমুদ্দিনের প্রয়োজন।

ফজলুল করিম ফারাজী/জেএস/এএসএম