বন্ধুদের সঙ্গে নদীতে গিয়েছিল গোসলে, ফিরতে হলো লাশ হয়ে
ফাইল ছবি
গাইবান্ধার ফুলছড়িতে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোস্তাক শাহরিয়ার দ্বীপ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। নিহত দ্বীপ গজারিয়া ইউনিয়নের বাউসি গ্রামের সাইফুর রহমান সবুরের ছেলে।
স্থানীয়রা জানান, দ্বীপ তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে বন্ধুদের অজান্তে পানিতে ডুবে যায়। পরে টের পেয়ে তারা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজব আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্ধুদের সঙ্গে গোসলে গিয়ে পানিতে ডুবে দ্বীপ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শামীম সরকার শাহীন/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান