শিবচরে ১৬ ইউনিয়নেই আ.লীগ প্রার্থীর জয়
মঙ্গলবার অনুষ্ঠিত মাদারীপুরের শিবচরে ৬টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বিতাপূর্ন নির্বাচনে আ.লীগের প্রার্থীরাই বিপুল ভোটের ব্যাবধানে নির্বাচিত হয়েছেন। অপরদিকে ইতোপূর্বে উপজেলার ১০টি ইউনিয়নে আ.লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় মোট ১৬টি ইউনিয়নেই নৌকা প্রতীক জয়লাভ করেছে।
বেসরকারিভাবে ঘোষিত ৬ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- বাঁশকান্দির মো. আবুল বাসার মিয়া (আওয়ামী লীগ) পাঁচ্চরের মো. দেলোয়ার হোসেন হাওলাদার (আওয়ামী লীগ), চরজানাজাতে মো. বজলুর রহমান সরকার (আওয়ামীলীগ), দ্বিতীয়াখন্ডে মাহফুজুল করিম তালুকদার মাসুম (আওয়ামী লীগ), শিবচরে মো. রাজন মাদবর (আওয়ামী লীগ), কাঠালবাড়িতে মোহসেন উদ্দিন সোহেল বেপারী (আওয়ামী লীগ)।
অপরদিকে পূর্বঘোষিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, মাদবচর চরইউনিয়নে চৌধুরী সুলতান মাহমুদ, কুতুবপুরে মো. আতিকুর রহমান, ভান্ডারীকান্দিতে শওকত হোসেন নান্নু, কাদিরপুরে বি এম জাহাঙ্গীর হোসেন, বহেরাতলা (দক্ষিণ) এ অলিউল্লাহ, বহেরাতলা (উত্তর) এ মো. জাকির হোসেন (হায়দার) নিলখীতে মো. ওয়াসিম, শিরুয়াইলে আতিকুর রহমান (মুরাদ হাওলাদার), দত্তপাড়ায় মুরাদ মিয়া ও বন্দরখোলায় নিজাম উদ্দিন বেপারী।
নাসিরুল হক/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা