আগৈলঝাড়ার ৫ ইউপিতেই নৌকার জয়
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার ৫টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মঙ্গলবার রাতে ইউনিয়নগুলোর দায়িত্বে থাকা স্ব স্ব রিটার্নিং অফিসার বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন অফিসার সেলিম রোজা রিটার্নিং অফিসারদের বরাত দিয়ে জানান, রাজিহার ইউনিয়নে ১২ হাজার ৯৭৬ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী শোভন রহমান মনির পেয়েছেন ২ হাজার ৩৪৯ ভোট।
বাকাল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিপুল দাস নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৬৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) প্রার্থী নির্বাচন বর্জনকারী লাবন্য আক্তার ঘোড়া প্রতীক নিয়ে ৬২৫ ভোট পেয়েছেন। ওই ইউনিয়নে ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে বিএইচপি একাডেমি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। সেখানে ভোটার সংখ্যা ৩ হাজার ৯২ জন।
বাগধা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ৯ হাজার ৯০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী কেএম রেজাউল ফয়েজ পেয়েছেন ১ হাজার ৩৮৫ ভোট। ওই ইউনিয়নে ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে আমবৌলা মাদরাসা ভোট কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। সেখানে ভোটার সংখ্যা ২ হাজার ৯২১।
গৈলা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সোয়েব ইমতিয়াজ লিমন ১৪ হাজার ৫৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ও বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু পেয়েছেন ৪১৯ ভোট।
রত্নপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা সরদার ১২ হাজার ৫০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) নির্বাচন বর্জন করা শাহীন আলম টেনু (আনারস) পেয়েছেন ২৬২১ ভোট।
সাইফ আমীন/এসএস/এবিএস