ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিজয়নগরে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২৩ মার্চ ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় জহিরুল ইসলাম আকাশ (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের দারিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ পাহাড়পুর ইউনিয়নের বুটাংবাড়ি এলাকার আনসার আলীর ছেলে। সে স্থানীয় হরষপুর নিদারাবাদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে আকাশ স্কুল থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে দারিয়াপুর এলাকায় পেছন দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

আজিজুল আলম সঞ্চয়/এফএ/এমএস