মোবাইল বিক্রি করতে এসে পালিয়ে গেলেন বিক্রেতা
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি দোকানে মোবাইল বিক্রি করতে এসে পালিয়ে গেছেন বিক্রেতা। এ ঘটনার একদিন পার হয়ে গেলেও ওই বিক্রেতার আর দেখা মেলেনি।
রোববার (১৭ সেপ্টেম্বর) মিরসরাই পৌর সদরের জননী ইলেকট্রিক ও নেপাল মোবাইল সার্ভিসিং সেন্টারে এমনই ঘটনা ঘটেছে। দোকানমালিক এখন মোবাইলের প্রকৃত মালিককে খুঁজছেন।
ব্যবসায়ী নেপাল চন্দ্র নাথ বলেন, ‘রোববার বিকেলে একটি ছেলে আমার দোকানে অপো ব্র্যান্ডের মোবাইল বিক্রি করতে আসে। কিন্তু সে লক খুলতে পারছিল না। তখন আমার সন্দেহ হয়। মনে হয় মোবাইলটি চুরি করে নিয়ে এসেছে। এরপর তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসার একপর্যায়ে হঠাৎ সে সরে পড়ে। এরপর সোমবার রাত ৮টা পর্যন্ত সে আর আসেনি।’
তিনি আরও বলেন, আমি বিষয়টি বাজার পরিচালনা কমিটিকে জানিয়েছি। কেউ যদি উপযুক্ত প্রমাণ নিয়ে আসেন তাহলে তাকে ফোনটি ফেরত দেওয়া হবে।
মিরসরাই বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি নুরুল গনি তুহিন বলেন, মনে হচ্ছে ছেলেটি চুরি করে মোবাইলফোন বিক্রি করতে এসেছিল। প্রকৃত মালিক এলে মোবাইল দিয়ে দেওয়া হবে।
এসআর