ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে ভারতীয় সিগারেট জব্দ, যুবক আটক

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

খাগড়াছড়ির পানছড়িতে ভারতীয় সিগারেট জব্দ করেছে পুলিশ। অবৈধ সিগারেট পরিবহনের ব্যবহৃত অটোরিকশাসহ প্রিতম দেওয়ান (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। প্রিতম দেওয়ান সদর উপজেলার ভাইবোন ছড়ার বাসিন্দা রনধীর দেওয়ানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পানছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ ছানাউল্লাহর নেতৃত্বে পুলিশের একটি মোবাইল টিম গোপন তথ্যের ভিত্তিতে পানছড়ি-লোগাং সীমান্ত সড়কের উপজেলা মাঠ সংলগ্ন এলাকা দিয়ে পাচারের সময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো ১ হাজার ২০০ প্যাকেট সুপার স্মাইল মন্ড সিগারেট জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিক কুমার দে জাগো নিউজকে বলেন, আমদানি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে অবৈধ সিগারেট আনার অপরাধে প্রিতম দেওয়ানকে অটোরিকশাসহ আটক করা হয়েছে। মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জাগো নিউজকে বলেন, দেশের অর্থনীতির জন্য হুমকি মাদক ও চোরাকারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে খাগড়াছড়ি জেলা পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

মুজিবুর রহমান ভুইয়া/এসজে/জিকেএস