ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গৌরনদীর সবগুলোতেই আ.লীগের জয়

প্রকাশিত: ০১:০০ পিএম, ২৩ মার্চ ২০১৬

বরিশালের গৌরনদী উপজেলার ৭টি ইউনিয়নেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মঙ্গলবার রাতে ইউনিয়নগুলোর দায়িত্বে থাকা স্ব স্ব রিটার্নিং অফিসার বেসরকারী ভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।

গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান তালুকদার রিটার্নিং অফিসারদের বরাত দিয়ে জানান, খঞ্জাপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী নুর আলম সেরনিয়াবাত ১৩ হাজার ৫৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আকন সিদ্দিকুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৭ ভোট।

বার্থী ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান প্যাদা ১২ হাজার ৪১৮  ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই ইউনিয়নে তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুল কালাম খা পেয়েছেন ৫৫৫ ভোট।

চাদশী ইউনিয়নে ৫ হাজার ৩৪৭ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী কৃষ্ণ কান্ত দে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাইফুর রহমান কচি পেয়েছেন ১৪০ ভোট।

মাহিলাড়া ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী সৈকত গুহ পিকলু ৭ হাজার ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সবুজ সিকদার পেয়েছেন ১ হাজার ৪১৪ ভোট।

বাটাজোর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুর রব হাওলাদার ১১ হাজার ১০৩  ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আকতার হোসেন বাবুল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫০ ভোট।

নলচিড়া ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী গোলাম হাফিজ মৃধা ১০ হাজার ৬১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই ইউনিয়নে তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মির মাসুদ উদ্দিন পেয়েছেন ৬১০ ভোট।

সরিকল ইউনিয়নে ২ হাজার ২৬৬ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মো. ফারুক হোসেন মোল্লা বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী  মঞ্জুর হোসেন পেয়েছেন ৪১৫ ভোট।

সাইফ আমীন/এমএএস/আরআইপি