ধানক্ষেতে পড়ে ছিল নিখোঁজ বৃদ্ধের অর্ধগলিত মরদেহ
ফাইল ছবি
মাদারীপুরের শিবচরে নিখোঁজের পাঁচদিন পর ধানক্ষেত থেকে কহিনুর তালুকদার (৭০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কহিনুর তালুকদার শিবচরের বাচামারার বাবনাতলা এলাকার মৃত খবির তালুকদারের ছেলে।
আরও পড়ুন: নিখোঁজের একদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিললো পুকুরে
নিহতের পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কহিনুর তালুকদার দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ১৫ সেপ্টেম্বর বিকেলে বাবনাতলা বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরে বুধবার বিকেলে ওই এলাকার একটি ধানক্ষেতের পাশে অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা কহিনুর তালুকদারের মরদেহ শনাক্ত করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, মরদেহটি উদ্ধারের পর পরিবারের লোকজন শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অসুস্থ হয়ে বা স্ট্রোক করে পরে গিয়ে তিনি মারা যেতে পারেন।
আয়শা সিদ্দিকা আকাশী/জেএস/এএসএম