ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৪২ প্রকারের ভারতীয় ওষুধ ও কসমেটিক জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অবৈধ পথে ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রী মাটিরাঙ্গায় প্রবেশ করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোনের ওয়ারেন্ট কর্মকর্তা মো. শেখ দিদারুল আলমের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড পলাশপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ওষুধ এবং কসমেটিকস উদ্ধার করা হয়। জব্দ ভারতীয় ওষুধ ও কসমেটিকস মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য অবৈধ পথে আসা বন্ধে কাজ করছে সেনাবাহিনী। সব ধরনের চোরাচালান রোধে সচেতন মহলসহ সবার সহযোগিতা প্রয়োজন।

মুজিবুর রহমান ভুইয়া/এসজে/এএসএম