ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টানা ৩ দিনের ছুটি

বান্দরবানে আবাসিক হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও সাপ্তাহিক সরকারি ছুটিতে বান্দরবানের বেশিরভাগ আবাসিক হোটেলের ৫০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। এতে আগের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বান্দরবান হোটেল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এতথ্য জানা যায়।

হোটেল ব্যবসায়ীরা জানান, ভ্রমণে নিষেধাজ্ঞা ও পরবর্তী সময়ে বন্যার কারণে দীর্ঘদিন ধরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে এবার ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী এবং ২৯ ও ৩০ সেপ্টেম্বর (শুক্র-শনি) সাপ্তাহিক বন্ধ মিলে মোট তিনদিনের টানা ছুটিতে বান্দরবান ভ্রমণপ্রত্যাশীদের আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে। এরই মধ্যে কিছু হোটেলের ৬০-৮৫ শতাংশ কক্ষ আগাম বুকিং নিয়ে রেখেছেন তারা। ফলে দীর্ঘসময় পর পর্যটন ব্যবসায় লাভের স্বপ্ন বুনছেন সংশ্লিষ্টরা।

বান্দরবানে আবাসিক হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক

আরও পড়ুন: কক্সবাজারে সপ্তাহজুড়ে বিচ কার্নিভাল, থাকছে ছাড়ের ছড়াছড়ি

হোটেল গার্ডেন সিটির স্বত্বাধিকারী আরমান হোসেন জানান, প্রায় দুই বছর পর টানা তিনদিনের সরকারি ছুটিতে তারা ভালো সাড়া পেয়েছেন। হোটেলের ৮৫ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে।

হোটেল হিল্টনের দায়িত্বে থাকা হাবিবুর রহমান বলেন, ‘আজ আমাদের হোটেলে ২০ শতাংশ পর্যটক রয়েছেন। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বরের জন্য প্রায় ৫০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। সামনের কয়েকদিনে বুকিং আরও বাড়বে আশা করছি।’

বান্দরবানে আবাসিক হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক

টানা তিনদিনের ছুটিতে ৩০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে বলে জানান হোটেল হিলভিউয়ের ফ্রন্ট ডেক্স ম্যানেজার তৌহিদ পারভেজ।

আরও পড়ুন: ডোমখালী সমুদ্রসৈকত যেন চট্টগ্রামের সুন্দরবন

হোটেল ডি’ মোরের ম্যানেজার মিল্টন হালদার বলেন, অন্যান্য হোটেলের তুলনায় তাদের হোটেলে আগাম বুকিং অনেকটাই কম। অন্যান্য হোটেলের তুলনায় তাদের হোটেলের কক্ষ ভাড়া তুলনামূলক বেশি হওয়ায় এমনটা হচ্ছে বলে ধারণা করছেন তিনি।

বান্দরবান হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘসময় ভ্রমণে নিষেধাজ্ঞা ও বন্যার কারণে জেলার পর্যটন ব্যবসায়ীরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন। সামনের ছুটিতে এ ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে বলে আশা করছি।

নয়ন চক্রবর্তী/এসআর/জেআইএম