ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৯৯৯ নম্বরে ফোন করে ডাকাত ধরলো এলাকাবাসী

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতি দেখে ৯৯৯ নম্বরে ফোন করে চার যুবককে আটক করেছেন এলাকাবাসী। এসময় তাদের বহন করা সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরসহ অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। অস্ত্রের ভয় দেখিয়ে তারা রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে স্বীকার করেছেন।

আটকরা হলেন নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে মো. রনি (২১), কালিতারা বাজার এলাকার মৃত জাকির হোসেনের ছেলে আজমুল হোসেন ফরহাদ (২০), নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সোনাপুরের শফি উল্যাহর ছেলে আক্তার হোসেন মনি (৩৫) ও অশ্বদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমানের ছেলে জীবনুর রহমান জীবন (২১)।

তাদের কাছ থেকে একটি স্টিলের তৈরি চাইনিজ কুড়াল, দুটি স্টিলের ধারালো ছোরা ও একটি পুরোনো অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস