ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোপনাঙ্গে আঘাত করে স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গোপনাঙ্গে আঘাত করে শাহজাহান (৪৮) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় তার স্ত্রী রোজিনা বেগমকে (৪০) আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন।

এরআগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাচঁপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান কুমিল্লার শাহরাস্তি এলাকার মৃত শরীফ ভান্ডারীর ছেলে। তিনি সোনারগাঁয়ের কাচঁপুর সোনাপুর এলাকার আক্কাস আলীর ভাড়াটিয়া।

নিহতের স্বজনরা জানান, শাহজাহান দ্বিতীয় বিয়ে করে কাচঁপুর এলাকায় বসবাস করে আসছিলেন। তবে প্রায়ই পারিবারিক নানা বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হতো। এরই ধারাবাহিকতায় শুক্রবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রোজিনা বেগম তার স্বামীর গোপনাঙ্গে আঘাত করেন। পরে আহত অবস্থায় শাহজাহানকে কাঁচপুরের অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রোজিনা বেগমকে আটক করা হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে আমরা নিহতের দেহে কোনো আঘাতের চিহ্ন পাইনি।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/এএসএম