ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় নদী রক্ষায় ৫ দফা

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০২:১২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

বরগুনায় খাকদোন নদী রক্ষায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন ওয়াটারকিপারসসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। রোববার (২৪ সেপ্টেম্বর) ১০টায় জেলার প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে কর্মসূচিতে প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি ড. খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু, জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, ওয়াটারকিপারস বাংলাদেশের সমন্বয়ক মুশফিক আরিফ, নিরাপদ সড়ক চাই বরগুনা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান অভি, আমিনুর রহমান এবং রহুল আমিন।

আরও পড়ুন: কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

এ সময় বক্তারা দ্রুত খাকদোন নদী তীরের জমি অবৈধ দখল মুক্ত করে খননের দাবি জানান। মানববন্ধন শেষে সব সংগঠন সম্মিলিতভাবে ৫ দফার দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।

জেএস/এমএস