ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৫ শতাংশ জনগণও শেখ হাসিনাকে সমর্থন করে না: মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ১০:১৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

দেশের পাঁচ শতাংশ জনগণও শেখ হাসিনাকে সমর্থন করেন না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের সমর্থন চান না, তিনি ক্ষমতা টিকিয়ে রাখতে বিদেশিদের হাতে-পায়ে ধরেন। বিশ্বের রাষ্ট্রপ্রধানরা নিজের দেশের স্বার্থ রক্ষায় লবিং করেন, আর আমাদের রাষ্ট্রপ্রধান লবিং করেন ক্ষমতা দখল করে রাখতে। কারণ দেশের পাঁচ শতাংশ জনগণও তাকে সমর্থন করেন না।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরের রেজিস্টারি মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির।

খন্দকার মুক্তাদির আরও বলেন, শেখ হাসিনা দেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। হাজার হাজার ভুয়া মামলার জননী তিনি। ক্ষমতাকে আঁকড়ে রাখতে জনগণের ট্যাক্সের টাকায় চলা আইনশৃঙ্খলা বাহিনীর চেইন অব কমান্ডকে ভেঙে দেওয়া হয়েছে। দেশের গণতন্ত্রকামী জনগণের নামে হাজার হাজার গায়েবি মামলা দেওয়া হয়েছে। বিরোধী দলকে দমন-নিপীড়ন করতে পুলিশ বাহিনীকে নির্লজ্জভাবে ব্যবহার করা হয়েছে।

jagonews24

তিনি বলেন, তারা দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে দিয়েছেন। এভাবে তো একটি দেশ চলতে পারে না। আপনাদের দিন ফুরিয়ে এসেছে, পায়ের নিচে মাটি নেই। তাই শ্রীলঙ্কার মতো দৌড়ানি খেতে না চাইলে এখনই পদত্যাগ করুন, অন্যতায় পরিণাম শুভ হবে না।

শেখ হাসিনা ষড়যন্ত্র করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘরবন্দি করে রেখেছেন অভিযোগ করে ‍বিএনপির এ নেতা বলেন, ‘তিনি গুরুতর অসুস্থ হওয়ার পরও তাকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না। ১৮ কোটি মানুষের আস্তার প্রতীক দেশনেত্রীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। বেগম জিয়ার মুক্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।’

jagonews24

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

সমাবেশ শেষে নগরের রেজিস্টারি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।

এসএএমডি/এসআর/জেডএইচ/