ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনা

বাধ্যতামূলক মাস্ক পরাসহ ১০ শর্তে সমাবেশ করতে পারবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

বাধ্যতামূলকভাবে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখাসহ দশ শর্তে নগরীর শিববাড়ি মোড়ে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে খুলনা সিটি করপোরেশন। তবে খুলনা মেট্রোপলিটন পুলিশ অনুমতি না দিলে কেসিসির অনুমতি বাতিল হয়ে যাবে।

রোববার (২৪ সেপ্টেম্বর) কেসিসির এস্টেট কর্মকর্তা স্বাক্ষরিত অনুমতি পত্রে এসব শর্ত দেওয়া হয়েছে।

১০ শর্তের মধ্যে রয়েছে- রাস্তা/চত্বর ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কেএমপির অনুমতি গ্রহণ করতে হবে। কেএমপি অনুমতি প্রদান না করলে কেসিসির এ অনুমতি বাতিল বলে গণ্য হবে। অনুমোদিত রাস্তা ও রাস্তার মাঝে অবস্থিত ডিভাইডার বা বিউটিফিকেশন কোনোরূপ বিনষ্ট/খোঁড়াখুঁড়ি করা যাবে না। এ জাতীয় কোনরূপ ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দিতে হবে। জন উপদ্রব সৃষ্টি এবং জনসাধারণসহ যান চলাচলে বিঘ্ন ঘটে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।

আরও পড়ুন: মহাসমাবেশের অনুমতি পেয়ে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা 

অনুমোদিত স্থানে আইন বিরোধী, অশালীন ও অশোভন কোনো কর্মকাণ্ড করা যাবে না। সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করতে হবে। কোনো অবস্থাতেই জনসমাগমের কারণে সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি যাতে উপেক্ষিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। নিজ উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারো ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কার্য থেকে বিরত থাকতে হবে। অনুমতিপ্রাপ্ত স্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। অনুমোদিত স্থানে সরকার বা করপোরেশন বা জনস্বার্থের প্রয়োজনে প্রদত্ত অনুমতি বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এতে কোনো ওজর-আপত্তি গ্রহণযোগ্য হবে না।

বিএনপির মিডিয়া সেলের সদস্য মিজানুর রহমান মিল্টন বলেন, বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, ঝিনাইদহ থেকে শুরু হয়ে মাগুরা-যশোর-নওয়াপাড়া-ফুলতলার ১৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে খুলনার জিয়া হল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিভাগের লাখ মানুষের জমায়েত হবে বলে আশা করছে দলটি। রোডমার্চকে ঘিরে বিএনপির ও অঙ্গ দলের নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছে। প্রস্তুতি সভা, পোস্টার সাঁটানো ও প্রচারপত্র বিতরণের কাজ চলছে।

আলমগীর হান্নান/আরএইচ/জিকেএস