ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘এখনো সময় আছে ভালো হয়ে যান’ সাংবাদিককে যুবলীগ নেতার হুমকি

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৬:০১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ফরহাদ হোসেন পলাশ (৫০) নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। তিনি উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলার মেষেরচর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এম এ সালাম মাহমুদ নামে ভুক্তভোগী সাংবাদিক। তিনি দৈনিক দেশের কণ্ঠ পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

ভুক্তভোগী সাংবাদিক ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই যুবলীগ নেতা ফরহাদ হোসেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠিকাদারি প্রতিনিধি হিসেবে খাদ্য সরবরাহ করে আসছেন। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে প্রতিবেদন করার উদ্দেশ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ করেন সাংবাদিক সালাম। এতে ওই যুবলীগ নেতা ক্ষিপ্ত হয়ে তাকে একাধিকবার কল দিলেও সালাম তখন রিসিভ করতে পারেননি। পরে তিনি ফরহাদকে কল দিলে কথা বলার একপর্যায়ে তিনি সালামকে বলেন, ‘আপনারা অনেক বড় সাংবাদিক হয়ে গেছেন। এজন্যই তো মানুষ আপনাদের রাস্তায় পিটিয়ে মারে। এখনো সময় আছে ভালো হয়ে যান।’

এ বিষয়ে সাংবাদিক এম এ সালাম জাগো নিউজকে বলেন, মূলত রোববার ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে আমার ওপর মনোক্ষুণ্ণ হন যুবলীগ নেতা ফরহাদ। এরপর হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করায় তিনি আরও ক্ষিপ্ত হন। একপর্যায়ে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন। পরে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছি।

তবে অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ বলেন, সাংবাদিক সালামের সঙ্গে আমার স্বাভাবিক কথাবার্তা হয়েছে। আমি তাকে কোনো ধরনের হুমকি দেইনি। তার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক।

বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহীন আল-আমিন বলেন, সাংবাদিক নাদিম হত্যার পরপরই আরেক সাংবাদিকে হত্যার হুমকি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এ বিষয়ে সাংবাদিকরা বসে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত জামান বলেন, আমরা এখনো সাংবাদিক নাদিম হত্যার বিচার পাইনি। এই হত্যাকাণ্ডের তিন মাস না যেতেই আরেক সাংবাদিককে হত্যার হুমকি আমরা কোনোভাবেই মেনে নেবো না। হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু বলেন, এ বিষয়ে আমি অবগত নই। তবে কোনো সাংবাদিকে হুমকি দিয়ে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মো. নাসিম উদ্দিন/ এমআরআর/এমএস