ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন পিরোজপুর জেলা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা পিন্টু সিকদার (৫৪), উজিরপুর উপজেলার সাতলার বাসিন্দা রোশনারা (৬৫) ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা জয়ফুল বেগম (৫৫)।

আরও পড়ুন: ফরিদপুরে আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি বছরে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৩ হাজার ১৭৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৮১৬ জন। বিভাগে এখন পর্যন্ত ৯৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬৮ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১০ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে পাঁচজন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১৩১, পটুয়াখালীতে ১১৪ জন, পিরোজপুরে ৬৬ জন, ভোলায় ৩৯ জন, বরগুনায় ৫১ জন ও ঝালকাঠিতে সাতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

শাওন খান/জেএস/এএসএম