যুবলীগ সাধারণ সম্পাদক
বিএনপি-জামায়াত রাজশাহীকে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত করেছে
বিএনপি-জামায়াত জোট সরকার রাজশাহীকে বিশ্ববাসীর কাছে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত করেছিল বলে মন্তব্য করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিখিল বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার রাজশাহীকে গোটা বিশ্বের কাছে পরিচয় করে দিয়েছে। গোটা বিশ্ব তখন জানতো রাজশাহীর বাগমারা নামে একটি উপজেলা আছে। বিএনপি-জামায়াত জোট সরকার রাজশাহীকে সন্ত্রাসের জনপদ হিসেবে বিশ্ববাসীর সামনে পরিচিত করেছিল। এই রাজশাহীতে আবার জামায়াত-বিএনপি আসবে বলে আমি বিশ্বাস করি না।

তিনি আরও বলেন, যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে জন্য ডাক দিলে বিএনপি-জামায়াত মাঠে দাঁড়াতে পারবে না। সবাই একসঙ্গে কর্মসূচিতে যোগ দিলে বিএনপি-জামায়াত পালানোর জায়গা পাবে না। আর যদি এক কর্মী অন্য কর্মীর পেছনে লাগেন তাহলে কিন্তু পথ অন্ধকার।
সাখাওয়াত হোসেন/এমআরআর/জেআইএম