বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভেঙে আ’লীগ নেতা কারাগারে
মাদারীপুরের রাজৈরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভেঙে কারাগারে গেলেন সোহরাব খালাসী (৬০) নামের এক আওয়ামী লীগ নেতা। গ্রেফতারের পর শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাকে কারাগারে পাঠানো হয়।
সোহরাব খালাসী রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের রাজার বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় আব্দুস ছালাম খালাসী নামের একজন বাদী হয়ে সোহরাব খালাসীসহ অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করেন।
আরও পড়ুন: আ’লীগ নেতার চাঁদাবাজি মামলায় কৃষক লীগ নেতা কারাগারে
রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন শাহা বলেন, সোহরাব খালাসীর সঙ্গে স্থানীয় ছালাম খালাসীর দ্বন্দ্ব ছিল। শুনেছি শুক্রবার সকালে ছালাম খালাসী লোকজন নিয়ে আওয়ামীলীগ অফিসে হামলা করেছিল। পরে সেখানে কী হয়েছিলাম বিস্তারিত জানি না। আজ শুনলাম এ ঘটনা মামলা হলে সোহরাব খালাসীকে কারাগারে পাঠানো হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি সোহরাব খালাসীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
আশা সিদ্দিকা আকাশী/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান