ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে আরও ৩৭৬ জনের ডেঙ্গু শনাক্ত, নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০৩:২২ পিএম, ০২ অক্টোবর ২০২৩

বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি আছেন। এ সময়ে মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মনজুয়ারা (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মনজুয়ারা বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি ১ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ অক্টোবর সকালে তার মৃত্যু হয়।

jagonews24

আরও পড়ুন: একদিনে ৫২ জনের ডেঙ্গু শনাক্ত 

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৫ হাজার ১৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৯৫০ জন। বিভাগে এখন পর্যন্ত ১০৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৭৬ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে দশ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে ছয়জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৭৬ রোগী। এরমধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১২১ জন, পটুয়াখালীতে ৮৭ জন, পিরোজপুরে ৬৮ জন, ভোলায় ৩৭ জন, বরগুনায় ৪৯ জন আছেন ও ঝালকাঠিতে ১৪ জন। সোমবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ১৪১ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

শাওন খান/আরএইচ/জিকেএস