ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে আদালত চত্বরে আসামির ওপর হামলা

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৫:০১ পিএম, ০২ অক্টোবর ২০২৩

রাজবাড়ীতে হাজিরা শেষে কোর্ট হাজতখানায় নেওয়ার পথে আদালত চত্বরে রাহাত বিশ্বাস পিয়াল নামের এক আসামির ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে রাজবাড়ী আদালত চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

আসামি রাহাত বিশ্বাস পিয়াল রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের রাজ্জাক উদ্দিন বিশ্বাসের ছেলে।

হামলার শিকার রাহাত বিশ্বাস জানান, একটি চাঁদাবাজি মামলায় রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন হোসেনের আদালতে হাজিরা দেওয়ার পর পুলিশ তাকে কোর্ট হাজতখানায় নিয়ে যাচ্ছিল। এসময় আদালত চত্বরে পুলিশের সামনে বিনোদপুর কলেজপাড়া (মাছেঘাটা ) গ্রামের মৃত আক্কাস শেখের ছেলে শিমুল অতর্কিতভাবে হামলা চালান। তিনি রাহাতকে এলোপাতাড়ি কিল, ঘুসি ও লাথি মারতে থাকেন। পরে হামলাকারীকে পুলিশ ধরার চেষ্টা করলে তিনি দ্রুত পালিয়ে যান।

রাজবাড়ী কোর্ট পুলিশের পরিদর্শক মমিনুল ইসলাম হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

রুবেলুর রহমান/এসআর/জিকেএস