সিলেটে ভূমিকম্প অনুভূত
ফাইল ছবি
সিলেটে ফের শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভূমিকম্প অনুভূত হয়। ৫ দশমিক ৩ মাত্রার এ কম্পনের উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর বিকেল ৪টা ১৮ মিনিটে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৪.৫ মাত্রার ওই কম্পনের উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী ভারতের আসাম রাজ্যে।
আরও পড়ুন: ৮ দিন পর ফের দুই দফা ভূমিকম্প সিলেটে
জাগোনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ইলেকট্রনিক সহকারী মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মেঘালয়ে।
ভূমিকম্পে সিলেটে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় লোকজনকে আতঙ্কে বাসা-বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে।
সিলেট নগরের ঘাসিটুলা এলাকার বাসিন্দা কলেজছাত্রী তাহেরা আক্তার জনি জাগো নিউজকে জানান, সন্ধ্যা পৌনে ৭টায় হঠাৎ ভূমিকম্পে আমাদের বহুতল বাসা কেঁপে ওঠে। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিলো। ঝাঁকুনির মাত্রা বেশ শক্তিশালী ছিল। বাসার লোকজন আতঙ্কিত হয়ে পড়লেও কোনো ক্ষতি হয়নি।
আরও পড়ুন: সিলেটে বারবার ভূমিকম্প : জরুরি সভায় বসছে দুর্যোগ মন্ত্রণালয়
গত ২৯ আগস্ট ১টা ১৩মিনিট ৩৮ সেকেন্ডে সিলেটসহ ভারতের মেঘালয়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের জৈন্তাপুর উপজেলায়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৫। আর ঢাকা থেকে উত্তর দিকে ১৯৫ কিলোমিটার দূরে।
এরও আগে গত ১৪ আগস্ট রাত ৯টা ৫০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের কানাইঘাট উপজেলার নিকটে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। আর ঢাকা থেকে ২৪১ কিলোমিটার দূরে। গত দুই মাসে চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
ছামির মাহমুদ/আরএইচ/এমএস