ব্রিজ থেকে লাফিয়ে খালে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
মাদারীপুরের রাজৈরে ব্রিজ থেকে লাফ দিয়ে খালে ডুবে সাকিবুল হাসান (১৩) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার আমগ্রাম ইউনিয়নের দক্ষিণ পাখুল্লা এলাকা ঘটনা ঘটেছে।
সাকিবুল হাসান একই এলাকার আলমগীর মৃধার বড় ছেলে। সে আমগ্রাম মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, দুপুরে বাড়ি থেকে গোসল করার কথা বলে বের হয় সাকিবুল হাসান। এসময় সাকিবুল বাড়ির পাশে দক্ষিণ পাখুল্লার ব্রিজের ওপর থেকে পানিতে লাফ দিয়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা পানির নিচ থেকে খুঁজে সাকিবুলকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ব্রিজের ওপর থেকে লাফ দিয়ে পানিতে ডুবে এক ছাত্র মারা গেছে।
আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ