ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাষ্ট্রধর্ম ইসলাম না থাকলে না.গঞ্জ অচলের ঘোষণা

প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৫ মার্চ ২০১৬

সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হলে নারায়ণগঞ্জ অচল করে দেয়ার ঘোষণা দিয়েছে জেলা ওলামা পরিষদ।
শুক্রবাদ বাদ জুমা নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, নারায়ণগঞ্জের তৌহিদী জনতার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোনোভাবেই সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়া যাবে না। প্রয়োজনে বিগত আন্দোলনের মতো হরতাল অবরোধের চেয়ে কঠোর আন্দোলন করে নারায়ণগঞ্জকে অচল করে দেয়া হবে।

বিক্ষোভ-মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা ও ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ ওলামা পরিষদের আহ্বায়ক মুফতি আবুল কাশেম।

মিছিলে হাজার হাজার মুসুল্লি যোগ দেন। মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, এই দেশের ৯০ ভাগেরও বেশি মানুষ মুসলমান। তাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে কোনোভাবেই ইসলামকে বাদ দেয়া যাবে না। এটা যদি করা হয় তাহলে রক্তের হোলি খেলা শুরু হবে। তাই প্রধানমন্ত্রীসহ সকলের কাছে আবেদন থাকবে শান্তির দেশে নতুন করে অশান্তি সৃষ্টি করবেন না।

সাহাদত হোসেন/এআরএ/এমএস