ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেঘনা নদী থেকে সাড়ে ১৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:০১ পিএম, ০৪ অক্টোবর ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ অক্টোবর) দুপুরে খাগকান্দা এলাকার মেঘনা নদীতে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দয়াকান্দার গ্রামের আজগর আলীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একই এলাকার মোমেন মিয়ার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। সেইসঙ্গে সাড়ে ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, অভিযানে সাড়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আমাদের অভিযানের বিষয়টি টের পেয়ে অনেক জেলেরা পালিয়ে যায়। পরে জব্দকৃত কারেন্ট জাল খাগকান্দা নৌ ফাঁড়িতে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে সহায়তা করেন খাগকান্দা নৌঁফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. আসাজ্জামানসহ খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ি পুলিশের একটি টিম।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এমএস