ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইকে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি | সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৭:১১ পিএম, ০৪ অক্টোবর ২০২৩

ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে নিহত হয়েছে ছোট ভাই। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) সকালে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছোট ভাইয়ের নাম ফারুক হোসেন (৪৮)। তিনি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামের মৃত আব্দুর রহমান কালার ছেলে। এ ঘটনায় স্থানীয়রা তার বড় ভাই উসমান গণিকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ জানায়, নিহতরা পাঁচ ভাই। এরমধ্যে দুই ভাই একই বাড়িতে থাকতেন। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য বিচার-সালিশও হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি। এরই জেরে সকালে নিহত ফারুক গোসলখানায় গোসল করতে গেলে অভিযুক্ত উসমান গণি অতর্কিতভাবে তাকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার বলেন, খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে গ্রেফতার করা হয়েছে।

মাহফুজুর রহমান নিপু/এফএ/জিকেএস