ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে ছিনতাই করে পালানোর সময় দুজন আটক, আহত ৩

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০৬ অক্টোবর ২০২৩

মাদারীপুরে ছিনতাই করে পালানোর সময় দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। এসময় ছিনতাইকারীদের হামলায় তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার বলরাম দেব মন্দিরের ভেতরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মন্দিরের বারান্দায় বসে স্থানীয় কয়েকজন যুবক লুডু খেলছিলেন। এসময় মুখোশপরা একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্রের মাধ্যমে যুবকদের জিম্মি করে। পরে ছয়টি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এসময় বাধা দিলে ছিনতাইকারীদের হামলায় জব্বার হোসেন (৪৮), সাদ্দাম হোসেন (৩০) ও জোবায়ের আলম (৩৮) নামের তিনজন আহত হন।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালানোর চেষ্টা করেন ছিনতাইকারীরা। পরে ধাওয়া দিয়ে সজীব ও জামাল নামের দুজনকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জেআইএম