ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ০৩:৩৪ এএম, ২৬ মার্চ ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জে মোশারফ হোসেন (৪০) নামে এক ব্যক্তি পুকুরে ডুবে মারা গেছেন। শনিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি কালীগঞ্জ পৌরসভার হামজা গাজীর ছেলে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার থেকেই মোশাররফ নিখোঁজ ছিল। শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে।

তিনি জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে নেশার কারণে পানিতে ডুবে তিনি মারা যেতে পারেন।

এসএস/আরআইপি