ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সোহেল

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৭ অক্টোবর ২০২৩

রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সবার সম্মতিতে এটিএন বাংলা ও এটিএন নিউজের রাজবাড়ী জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তীকে সভাপতি এবং একাধিক প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে আমাদের সময়ের জেলা প্রতিনিধি সোহেল রানা সাধারণ সম্পাদক করা হয়।

অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আজু শিকদার, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, যায়যায়দিনের পাংশা উপজেলা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, সহ সাধারণ সম্পাদক জাগোনিউজ২৪.কম ও যমুনা টিভির জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, আমার সংবাদের জেলা প্রতিনিধি কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি আল মামুন আরজু, যায়যায়দিনের কালুখালী উপজেলা প্রতিনিধি ফজলুল হক, অর্থ সম্পাদক মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম, প্রচার সম্পাদক চিত্রের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক যায়যায়দিনের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি কুদ্দুস উল আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ভোরের কাগজের বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি শহিদুল আলম মিলন, দপ্তর সম্পাদক গণমুক্তির জেলা প্রতিনিধি আতিয়ার রহমান, কার্যকরী সদস্য প্রথম আলোর জেলা প্রতিনিধি এজাজ আহম্মেদ, সংবাদের বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি সঞ্জিত দাস, আমাদের রাজবাড়ীর শামীমা আক্তার মুনমুন, রাজবাড়ী কণ্ঠের আবু সাঈদ, যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ, ভোরের কাগজের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আলিমুজ্জামান মিলন, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস নির্বাচিত হন।

আরও পড়ুন: সাংবাদিকদের দেওয়া কথা রাখলেন ডিএমপি কমিশনার

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক ও সহ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।

রুবেলুর রহমান/জেএস/এএসএম