ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লোকসানের মুখে আগাম সবজি চাষীরা

প্রকাশিত: ০৪:২৪ এএম, ২৬ মার্চ ২০১৬

অতি বৃষ্টির কারণে লোকসানের মুখে পড়েছে জাজিরা উপজেলার আগাম গ্রীস্মকালীন সবজি চাষীরা। বেশী দামের আশায় চাষীরা পুই শাক, করলাসহ বিভিন্ন জাতের সবজি আবাদ করেছিল। কিন্তু হঠাৎ বৃষ্টির হওয়ার ফলে অধিকাংশ সবজি চারা নষ্ট হয়ে গেছে। এতে বিঘা প্রতি ১২-১৫ হাজার টাকা লোকসান গুণতে হবে কৃষকদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর (খামারবাড়ি) জানায়, অন্যান্য বছরের মতো এ বছর বেশি লাভের আশায় জেলায় ২৮০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন আগাম সবজি চাষ করেছেন কৃষকরা। জেলার সবচেয়ে বেশি সবজি আবাদ হয়েছে শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত জাজিরা উপজেলায়। ১০৮ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে।

Agam-Sobji-Pic
এ বছর দফায় দফায় টানা বর্ষণের কারণে জমিতে পানি আটকা পড়ে অধিকাংশ সবজির চারাই নষ্ট হয়ে গেছে। পানি নামার সঙ্গে সঙ্গে ক্ষতি পুষিয়ে নিতে নতুন করে সবজি আবাদ শুরু করেছে তারা। তবে আবারও টানা বর্ষণ হলে ব্যাপক লোকসানের মুখে পড়তে হবে কৃষকদের।

জাজিরা উপজেলার নাওডোবা গ্রামের সবজি চাষী মনির হোসেন বলেন, দফায় দফায় বৃষ্টির কারণে আমাদের অনেক সবজি চারা নষ্ট হয়ে গেছে। তারপরও আবার নতুন করে চারা রোপণ করছি যাতে আগাম সবজি চাষ করে একটু বেশি লাভবান হতে পারি।

Agam-Sobji-Pic
একই গ্রামের সবজি চাষী আবদুর রশিদ বেপারী বলেন, বেশি লাভের আশায় আগাম সবজি চাষ করেছিলাম কিন্তু বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। আবারও শুরু করেছি, দেখা যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা।

শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. কবির হোসেন বলেন, কৃষকরা অতি মুনাফা লাভের আশায় আগাম গ্রীষ্মকালীন সবজি চাষ করেছে। আশা করছি, এবারও ভালো ফলন হবে এবং কৃষকরা লাভবান হবে।

এসএস/আরআইপি