খাগড়াছড়ির তিন ইউপির নির্বাচনী তফসিল বাতিল
পার্বত্য খাগড়াছড়ির নব-গঠিত গুইমারা উপজেলার তিন ইউনিয়নের নির্বাচনী তফসিল বাতিল করেছে নির্বাচন কমিশন। তিন ইউনিয়নের নির্বাচনী তফসিল বাতিল হওয়ার কারণে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী খাগড়াছড়ির ৩৩টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণ হবে।
খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মো. নুরুল আলম নব-গঠিত গুইমারা উপজেলার তিন ইউনিয়নের নির্বাচনী তফসিল বাতিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, নব-গঠিত গুইমারা উপজেলায় এখনও কোনো অফিস স্থাপন বা জনবল পোস্টিং দেয়া হয়নি। এছাড়া নির্বাচন কমিশন থেকে জিইও কোড হয়নি। এমনকি ভোটার তালিকার পুর্নবিন্যাসের কাজও হয়নি।
তিনি বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী পূর্বের প্রশাসনিক কাঠামোয় নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনিক সমস্যার পাশাপাশি আইনি জটিলতারও সৃষ্টি হতে পারে। আর এসব কারণে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন করা সম্ভব নয় বিধায় এ বিষয়ে নির্দেশনা চেয়ে নির্বাচন কমিশনের কাছে গত ১৫ মার্চ পত্র পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন নব-গঠিত গুইমারা উপজেলার সিন্ধুকছড়ি, হাফছড়ি ও গুইমারা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানে ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল করে।
এদিকে নির্বাচনী তফসিল বাতিলের খবরে বর্তমান জনপ্রতিনিধিরা খোশ মেজাজে থাকলেও তিন ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এক ধরনের হতাশার সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের জুন মাসে মাটিরাঙ্গা উপজেলার গুইমারা, মহালছড়ি উপজেলার সিন্ধুকছড়ি ও রামগড় উপজেলার হাফছড়ি এ তিন ইউনিয়ন নিয়ে গুইমারা উপজেলা গঠিত হয় এবং ওই বছর ডিসেম্বর মাস থেকেই মাটিরাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার বি এম মশিউর রহমান গুইমারার উপজেলা নির্বাহী অফিসার পদে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন।
এসএস/আরআইপি