ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৬:৫২ এএম, ২৬ মার্চ ২০১৬

স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও ২৬ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

যেসব মুক্তিযোদ্ধা সম্মাননা পেলেন তারা হলেন-তারামন বিবি বীর প্রতীক, আবু হাফিজ, হারুন-অর-রশীদ, সমশের আলী, আব্দুল হাফিজ সরকার, ফরিদ উদ্দিন, আব্দুল কাদের, নুরুজ্জামান, বেলাল হোসেন, আবুল হোসেন, হাবিবুল্লা মিয়া, আইয়ুব আলী সরকার, রহিম উদ্দিন সরকার, ফজল উদ্দিন, একেএম ফজলুল হক সরকার, আইনুল হক মোল্লাহ, দেলওয়ার আহম্মেদ, আব্দুল আউয়াল, আব্দুল কুদ্দুস, ওয়ারেছ উদ্দিন, আব্দুল মালেক, রফিকুল ইসলাম, মনির উদ্দিন সরকার, নুরুল ইসলাম, শাহজান আলী, আব্দুল কাদের মন্ডল।

Kurigram

এর আগে ৪৫তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দিবসের দ্বিতীয় প্রহর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। পতাকা উত্তোলন শেষে ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল কালরাত্রিতে পাকহানাদার বাহিনীর নির্মম গণহত্যার শিকার সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Kurigram

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জাফর আলী, সহ-সভাপতি চাষী করিম, সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিবসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Kurigram

অপরদিকে জেলা প্রশাসনের উদ্যোগে ৪৫তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্যারেড ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের বাণী পাঠ করেন।

নাজমুল হেসেন/এসএস/এবিএস