ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৭:৫১ পিএম, ০৯ অক্টোবর ২০২৩

মাদারীপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক হত্যায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লাতুল ফেরদাউস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের আউয়াল বেপারীর ছেলে সজিব বেপারী (২৯) ও একই গ্রামের আব্দুল খানের ছেলে মিঠুন খান (৩৩)।

দোষ প্রমাণ না হওয়ায় খুলনার কয়রা এলাকার লাভলু গাজীকে (৩০) মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মানিকগঞ্জে ট্রাকচালক-হেলপার হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং জানান, উপজেলার পূর্ব রাস্তি গ্রামের রবিউল মাতুব্বরের ছেলে বোরহান মাতুব্বর (১৮) জীবিকা নির্বাহের জন্যে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বোরহান মাতুব্বর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন তার বাবা সদর থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। ২ জানুয়ারি বোরহানের মোটরসাইকেলটিসহ সজীব বেপারী ও মিঠুন খানকে সাতক্ষীরার তালা থানায় আটক করা হয়। তাদের দেওয়া স্বীকারোক্তিতে ২০১৫ সালের ৩ জানুয়ারি মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের কালিকাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ওই দিনই সজীব বেপারী ও মিঠুন খানকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের বাবা রবিউল মাতুব্বর। ওই বছরের ১০ জুলাই তিনজনকে দোষী করে চার্জশিট দেন মাদারীপুর সদর থানার এসআই বারেক করিম খান। মামলায় ১৩ জনের জবানবন্দি শেষে রায় দেওয়া হয়। রায়ে সজিব বেপারী ও মিঠুন খানকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে লাভলু গাজী নামে একজনকে খালাস দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত দুই আসামি জামিনে গিয়ে পলাতক।

মামলার বাদী নিহতের বাবা রবিউল মাতুব্বর বলেন, আমার ছেলেকে যারা নিষ্ঠুরভাবে হত্যা করেছে তাদের ফাঁসি দেওয়ায় আমি আনন্দিত। তবে রায়টি যেন দ্রুত কার্যকর হয়। এ দাবি জানাই।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এএসএম