ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গৃহবধূকে ধর্ষণ, কারাগারে থাকা পিপলুর আইনজীবী সনদ স্থগিত

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১০ অক্টোবর ২০২৩

ফেনীতে পরিচয় গোপন করে গৃহবধূকে ফাঁদে ফেলে ধর্ষণের ঘটনায় কারাগারে থাকা পিপলু মজুমদারের আইনজীবী সনদ স্থগিত ঘোষণা করেছে জেলা আইনজীবী সমিতি।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল বশর চৌধুরী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে পিপলু মজুমদারের আইনজীবী সনদ স্থগিত করা হয়। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পিপলু ফেনী শহরের মাস্টারপাড়া এলাকার স্বর্ণলতা ভবনের অমর বিন্দু মজুমদার ও প্রয়াত আওয়ামী লীগ নেত্রী সন্ধ্যা রানী দত্তের ছেলে।

আরও পড়ুন: বিয়ের প্রলোভনে ডেকে গৃহবধূকে ধর্ষণ, আইনজীবী গ্রেফতার

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী বিএসএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তার স্বামী ঢাকায় চাকরি করেন। তার দুটি ছেলে রয়েছে। সম্প্রতি ওই নারীর সঙ্গে পিপলুর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এসময় তিনি নিজেকে মুসলিম পরিচয় দেন এছাড়াও ব্যাংকে চাকরি করেন বলে জানায়। ৩ অক্টোবর ওই নারীকে বিয়ের প্রলোভনে ডেকে এনে ফেনী শহরের ৪ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি আতিকুল আলম সড়কের কাজী মঞ্জিলে উঠেন। সেখানে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। পরে ওই গৃহবধূ জানতে পারেন পিপলু হিন্দু এবং আইনজীবী। তারপরও বিয়েতে রাজি হন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বৃহস্পতিবার পর্যন্ত ওই বাসায় একাধিকবার তাকে ধর্ষণ করে।

ওই গৃহবধূ বিষয়টি তার পরিবারকে জানালে ফেনী মডেল থানা পুলিশ ওই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় শুক্রবার ফেনী মডেল থানায় ধর্ষণ মামলা করলে পিপলুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে শুক্রবার মামলার বাদী গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/জিকেএস