সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মৈশান বাড়ি ও লাখী বাড়ির লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। সংঘর্ষ চলাকালে উভপক্ষের বেশ কয়েকটি ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ধর্মতীর্থ এলাকার একটি ইটভাটা থেকে ট্রাক্টরে ইট উঠানোকে কেন্দ্র করে মৈশান বাড়ির এফরান আলী মৈশানের ছেলে আলামিনের সঙ্গে লাখী বাড়ির মজনু মিয়ার ছেলে জামিলের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। আর এরই জের ধরে ওইদিন রাতেই উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে শনিবার দুপুর ১২টার দিকে আবারো দুই পক্ষের কয়েকশ লোক দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পুলিশ তিন রাউন্ড রাবার বুলেট ও ১৫ রাউন্ড টিয়ারগ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমএস