ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাসের ধাক্কায় খাদে লেগুনা, প্রাণ গেলো ৪ জনের

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ১১:৩৬ এএম, ১১ অক্টোবর ২০২৩

মানিকগঞ্জে অজ্ঞাত বাসের ধাক্কায় একটি লেগুনা খাদে পড়ে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সদর উপজেলার মানরা এলাকায় এদুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। এরা হলেন- সদর উপজেলার বাটবাউর গ্রামের মোতালেব মিয়ার ছেলে লেগুনাচালক জাহিদ মিয়া (৪০), সদর উপজেলার বাকজান গ্রামের আব্দুস সালামের স্ত্রী হোসনে আরা (৪০) এবং একই উপজেলার পাতরাইল গ্রামের মহাদেব সাহা (৫২)।

Accident2.jpg

আরও পড়ুন: লরির নিচে চাপা পড়লেন হেলপার, পালালেন চালক

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, সকালে বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে লেগুনাটি ৭/৮ জন যাত্রী নিয়ে মানিকগঞ্জের দিকে আসছিল। পেছন থেকে অজ্ঞাত একটি বাস ধাক্কা দিলে লেগুনাটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাসেল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে মোছা মিয়া নামে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নাসির নামে একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বি.এম খোরশেদ/জেএস/এমএস