ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কালকিনিতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১১ অক্টোবর ২০২৩

মাদারীপুরের কালকিনিতে চোর সন্দেহে গণপিটুনিতে মো. আজিজুল শিকদার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) দুপুরে কালকিনি উপজেলার সিডিখান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল শিকদার কালকিনি পৌরসভা এলাকার পাঙ্গাশিয়া গ্রামের রহিম শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল শিকদার একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি নিয়ে কালকিনির পৌর এলাকার মাছ বাজার থেকে সিডিখান এলাকার উদ্দেশে রওনা দেন। সিডিখান এলাকার নোয়াবআলী সড়কের কাছে গেলে স্থানীয় জনগণ তাকে চোর সন্দেহে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রাখেন। পরে স্থানীয়রাই গুরুতর আহত অবস্থায় আজিজুলকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জেআইএম