ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছাগল তাড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ১২:৫২ পিএম, ১২ অক্টোবর ২০২৩

লালমনিরহাটের হাতীবান্ধায় কমিউটার ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পারুলিয়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল মজিদ উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের উত্তর পারুলিয়া গ্রামের মৃত কিসামতের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে রেললাইনের ধারে ছাগল নিয়ে যান ওই বৃদ্ধ। এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেনের সঙ্গে ধাক্কা খান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 

পাটিকাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক সাদাত বলেন, ঘটনা শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখি আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে।

হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা জুয়েল রানা বলেন, ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধকে হাসপাতাল নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, এ বিষয়ে রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। মরদেহ হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

রবিউল হাসান/আরএইচ/জিকেএস