ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে দর্শক মাতালো চিয়ার আপ মাদক বিরোধী কনসার্ট

প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২৬ মার্চ ২০১৬

রংপুরে চিয়ার আপ মাদক বিরোধী কনসার্ট মাতিয়ে তুললো দর্শকদের। শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় রংপুর সিটি চিকলি পার্কে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় প্রাণবন্ত হয়ে উঠে প্রাণ-আরএফএল গ্রুপের কোমল পানীয় চিয়ার আপ আয়োজিত মাদক বিরোধী কনসার্ট।


বিকেলে ৪টা থেকে দর্শকদের উপচেপড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আইন-শৃঙ্খলার নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা সদস্যদের। সময় যত গড়াতে থাকে ততই পুরো চিকলি পার্ক হয়ে ওঠে প্রাণ চিয়ার আপ পার্ক। প্রবেশ মূল্য হিসেবে চিয়ার আপ লেবেল নির্ধারণ করায় প্রত্যেকের হাতে হাতে শোভা পেয়েছে চিয়ার আপের বোতল ও লেবেল।


নির্ধারিত সময়ের আগে মঞ্চের সামনে অবস্থান নেয় দর্শকরা। ঘড়ির কাটা সাড়ে ৫টা বাজার সঙ্গে সঙ্গে কনসার্ট মঞ্চে শাম্পান ওয়ালাকে সঙ্গে নিয়ে গান গাইতে আসেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মম। এক সময়ের সাঁড়া জাগানো বাংলা গান ‘তোমাকে চাই আমি আরও কাছে, তোমাকে বলার আরও কথা আছে’, ‘এক নজর না দেখলে বন্ধু দুনিয়া আন্ধার হয়’, ওরে ও শাম্পান ওয়ালা, তুই আমারে করলি দিওয়ানাসহ বেশ কয়েকটি গান গেয়ে মাতিয়ে তোলেন দর্শকদের। এসময় গায়িকা মমর সঙ্গে তাল মিলিয়ে দর্শকরাও গেয়ে ওঠেন ও নাচে অংশ নেন।


মাগরিবের আজানের বিরতির পর মঞ্চে আসেন কণ্ঠশিল্পী রেশমি। মহান স্বাধীনতা দিবসকে স্বরণ করে প্রথমেই দেশাত্মবোধক গান দিয়ে শুরু করেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী। রংপুরের ঐতিহ্যবাহী গাড়িয়াল ভাইকে নিয়ে গাওয়া ভাওয়াইয়া গান গেয়ে তিনিও মাতিয়ে তোলেন দর্শকদের। এরপর একে একে পরিবেশন করেন ‘হাজার দর্শক মন মজাইয়া’, রূপভানে নাচে কোমর দোলাইয়া এবং আমার ঘুম ভাঙাইয়া গেলো রে মরার কোকিলে’সহ বেশ কয়েকটি ফোক গান।


আকা-বাকা মেঠোপথ ধরে হেটে যাওয়া বালিকাকে সঙ্গে নিয়ে সবশেষে মঞ্চে আসেন রুমি। জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করে দর্শকদের প্রাণ জুড়িয়ে দেন রংপুরের এই কৃতিসন্তান। সময় ফুরিয়ে আসলেও আসন ছেড়ে উঠতে চাইছিলেন না দর্শকরা। প্রায় ৩ ঘণ্টারও বেশি সময় চলা কনসার্ট শেষ হয় রাত সোয়া ৮টায়।

শুরু থেকে শেষ পর্যন্ত কনসার্টটি সুন্দর ও নিরাপদে শেষ করতে পারায় প্রাণ-আরএফএল গ্রুপের ব্রান্ড ম্যানেজার গিয়াস উদ্দিন সজিব জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


তিনি বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে মূলত এ কনসার্টের আয়োজন। এর আগেও এ ধরনের কনসার্ট হয়েছে এবং আগামীতে অব্যাহত থাকবে। এসময় প্রাণ ড্রিংকস গ্রুপের রিজিওনাল ম্যানেজার মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

প্রাণ-আরএফএল গ্রুপের কোমল পানীয় চিয়ার আপ মাদক বিরোধী কনসার্টে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো জাগো এফএম ও জাগোনিউজ২৪.কম।

জিতু কবীর/বিএ